Inqilab Logo

মঙ্গলবার, ১১ জুন ২০২৪, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৪ যিলহজ ১৪৪৫ হিজরী

বানিয়াচংয়ে ইউপি চেয়ারম্যানকে শোকজ

| প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

হবিগঞ্জ জেলা সংবাদদাতা : বানিয়াচংয়ের সুজাতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল কদ্দুছ শামীমকে শোকজ করেছে প্রশাসন।
ভিজিএফ বন্টণে অনিয়ম, দূর্নীতির মাধ্যমে কার্ড ধারীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করে আত্মসাথের অভিযোগে আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যানকে শোকজ করা হয়। এছাড়া ট্যাগ অফিসার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে ভিজিএফের চাল বন্টন করার অভিযোগেও চেয়ারম্যানকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব দেয়ার জন্য চেয়ারম্যানকে এক সপ্তাহের সময় বেঁধে দেয়া হয়েছে।
কর্মসূচির প্রত্যেক উপকারভোগীর কাছ থেকে ২০০ টাকা করে হাতিয়ে নেয়া ও ওজনে চাল কম দেয়ার অভিযোগে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে প্রশাসন। ৭ কর্মদিবসের মধ্যে তদন্তকারী কর্মকর্তার মন্তব্যসহ প্রতিবেদন জমা দেয়ার জন্য তদন্ত কমিটির প্রধান উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ড. মকসুদুল ভূইয়াকে নির্দেশ দেন উজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ