Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

ভুয়া প্রবেশপত্র-সার্টিফিকেটসহ ৪ প্রতারক চক্র গ্রেফতার

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : মেডিকেল ভর্তি পরীক্ষার ভুয়া প্রবেশপত্র ও সার্টিফিকেটসহ প্রশ্নপত্র ফাঁসের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের উত্তরা জোনাল টিম গত শুক্রবার বিকালে মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর নতুন বাজারস্থ ঢাকা কোচিং সেন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো- আবুল বাশার (২৮), আইনুল ইসলাম (২৬), ইয়াকুব হোসেন তৌফিক (২৩) ও আলমাছ মোহাম্মদ রাইসুল গনী (২৬)। এ সময় তাদের কাছ থেকে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডের ৬টি ফটোকপি এবং বিভিন্ন নামে ঢাকা বোর্ডের ৬টি, যশোর বোর্ডের ১টি, এবং চট্রগ্রাম বোর্ডের২টি মার্ক সিটের মূল কপি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তাদের সহযোগী পলাতক পাভেল, আব্দুর রহমান ও জয় পরীক্ষার্থীদের সাথে টাকার বিনিময়ে চুক্তির মাধ্যমে প্রশ্নপত্র সরবরাহ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ