Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীর উত্তরায় ২৮ হাজার ইয়াবাসহ তিন সহযোগীসহ দম্পতি গ্রেফতার

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর উত্তরা থেকে ২৮ হাজার ইয়াবাসহ এক দম্পতি ও তাদের তিন সহযোগীকে আটক করেছে র‌্যাব। গত শুক্রবার রাতে উত্তরার একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলেন জানান র‌্যাব-১ এর কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। গ্রেপ্তাররা হলেন- জাহিদ আহমেদ (৩৬), তার স্ত্রী পাপিয়া (৩০) এবং তাদের তিন সহযোগী মুসা (৩৫), ফেরদৌস (৪০) ও রবিন (৩৮)। র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, উত্তরার ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের একটি শুক্রবার রাত ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৮ হাজার ইয়াবাসহ সাড়ে ১৫ লাখ টাকা জব্দ করা হয়। আর উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৮৪ লাখ টাকা। তারা গত জুন মাসে এ বাসায় ভাড়া উঠে জানিয়ে তিনি বলেন, রাজধানীতে যে কয়জন ইয়াবা বিক্রেতা রয়েছে তাদের মধ্যে জাহিদ অন্যতম। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। যে বাসাটি সে ভাড়া নিয়েছে সেই বাসার আশপাশে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের টার্গেট করে জাহিদ ওই বাসাটি ভাড়া নিয়ে থাকতে পারে বলে জানান র‌্যাব কর্মকর্তা ইশতিয়াক। জাহিদকে ইয়াবার ‘বড়মাপের বিক্রেতা’ আখ্যায়িত করে তিনি বলেন, ৫০টি ইয়াবার প্যাকেট ছাড়া খুচরা বিক্রি করেন না জাহিদ। এতে বোঝা যায় তিনি বড়মাপের ইয়াবা বিক্রেতা। তার কাছ থেকে এসব প্যাকেট নিয়ে অনেকেই খোলা বাজারে বিক্রি করে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ