বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, ক্ষমতা কুক্ষিগত করার জন্য সরকার বিচার বিভাগে হস্তক্ষেপ করছে। একটি স্বাধীন দেশে সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠিনোর মত ন্যাক্কারজনক ঘটনা নজিরবিহীন। তিনি গতকাল (শনিবার) নগরীর শুলকবহর আবদুল হামিদ সড়কে জাতীয়তাবাদী হেল্পসেলের উদ্যোগে সরকারবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত চট্টগ্রাম মহানগর যুবদল নেতা হুমায়ুন কবিরের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার একে একে সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এরই ধারাবাহিকতায় দেশের মানুষের শেষ আশ্রয়স্থল সুপ্রীম কোর্টে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রধান বিচারপতিকে জোরপূর্বক ছুটিতে পাঠিয়েছে। তিনি বলেন, এ অবস্থা বেশিদিন চলতে পারেনা। আেেন্দালনের মাধ্যমে সরকারের পতন ঘটিয়ে সহায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনে এই দুঃশাসনের অবসান ঘটাতে হবে। আবদুল্লাহ আল নোমান নিহত যুবদল নেতার স্ত্রীর কাছে নগদ সহায়তা হস্তান্তর করেন। জাতীয়তাবাদী হেল্পসেল সদস্য মোহাম্মদ ওয়াসিম রেজার সভাপতিত্বে ও জহির উদ্দীন বাবরের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী, আশরাফ চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সারোয়ার, মামুনুল ইসলাম হুমায়ুন, শায়েস্তা উল্লাহ, কাজী শামসুল আলম, হাসান ওসমান, আবদুল হাই, শহীদুল আলম খসরু, শাহ আলম, ইকবাল পারভেজ, শেখ রাসেল, শহীদুল ইসলাম, জমীর উদ্দীন নাহিদ, মহসীন কবির, আসিফ চৌধুরী লিমন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।