বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ব্যবসা-বাণিজ্য, প্রশাসন, রাজনীতিসহ সর্বক্ষেত্রে নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। গতকাল শনিবার রাজধানীর গুলশান ক্লাবে ইনার হুইল ডিসট্রিক্ট-৩৪৫ আয়োজিত এক উৎসব অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, নারী নেতৃত্ব পারে সমাজ হতে নারীদের বিরুদ্ধে সকল সহিংসতা ও অন্যায় বন্ধ করতে। অতীতে যখন নারীদের ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, তখনও মহীয়সী নারীরা নিজে পড়াশোনা করে নারীশিক্ষা বিস্তারে ভূমিকা রেখেছিলেন। ব্রিটিশ-বিরোধী অনেক আন্দোলনের নেতৃত্বভাগে ছিলেন নারীরা। তিনি বলেন, বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতনের মতো মারাত্মক সামাজিক সমস্যা প্রতিরোধে সেচ্ছাসেবী সংগঠনগুলো আরও বেশি ভূমিকা রাখতে হবে। ইনার হুইল ডিসট্রিক্ট ৩৪৫এর চেয়ারম্যান শারমিন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাহিদ নেওয়াজ প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।