Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজের সম্পর্কে খোলাখুলি কথা বললেন জেসিয়া ইসলাম

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ১২:১১ এএম, ৮ অক্টোবর, ২০১৭

বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জান্নাতুল নাঈম এভ্রিলের বিতর্কিত জীবন নিয়ে সমালোচনার ঝড় এবং তার খেতাব বাতিল হওয়ার পর নতুন মিস ওয়ার্ল্ড প্রতিযোগী হয়েছেন জেসিয়া ইসলাম। এই জেসিয়া ইসলাম কে, তা নিয়েও সবার জানার আগ্রহ রয়েছে। তবে কোনো ধরনের বিতর্ক উঠার আগেই জেসিয়া তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সবাইকে জানিয়েছেন। জেসিয়া জানান, তার পারিবারিক নাম জেসিয়া ইসলাম। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি। তিনি পুরান ঢাকার মেয়ে। তার জন্ম ও বেড়ে ওঠা সেখানেই। জেসিয়ার বাবার নাম মনিরুল ইসলাম। পেশায় একজন ব্যবসায়ী। জেসিয়ার মা গৃহিণী, নাম রাজিয়া সুলতানা। বাবা-মায়ের একমাত্র সন্তান জেসিয়া। জেসিয়ার বাবা-মায়ের দা¤পত্য জীবনে বিচ্ছেদের কারণে তিনি রাজধানীর মহাখালীতে একাই থাকেন। মাঝে মধ্যে বাবা-মার সঙ্গে দেখা করেন। জেসিয়া লেখাপড়া করেছেন ইংরেজি মাধ্যম সাউথপয়েন্ট একাডেমিতে। সেখান থেকে এ-লেভেল স¤পন্ন করে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন। তার বয়স ১৮ বছর। জেসিয়া জানান, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ অনুষ্ঠানে যোগ দেয়ার পূর্বে ফ্যাশন হাউজ এক্সটেসির মডেল হিসেবে কাজ করেছেন তিনি। তবে নাচ, গান, অভিনয়ের ওপর হাতে-কলমে শিক্ষা নেই, যা কিছু শিখেছেন এই সুন্দরী প্রতিযোগিতায় এসে বিভিন্ন পর্যায়ের গ্রুমিংয়ের মাধ্যমে। তিনি বলেন, আমি নিজেকে আইকন বা জনপ্রিয় হিসেবে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেছিলাম ছোটবেলা থেকে। সেই প্ল্যাটফর্ম পেয়েছি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর মঞ্চ থেকে। এবার শুধু সামনে এগোতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারি। এটাই প্রথম আমার জীবনে অংশ নেয়া কোনো প্রতিযোগিতা। অনেক বাধা পেরিয়ে সফল হয়েছি। আল্লাহর কাছে আমার লাখো শুকরিয়া। এতদূর আসতে যারা আমাকে সাহায্য করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ