Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে ৫ মাদক বিক্রেতা গ্রেফতার

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল শনিবার সকালে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালত ৩জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করে। গ্রেফতারকৃতরা হল- টঙ্গীর হিমারদীঘি এলাকার আব্দুল কাদেরের স্ত্রী রহিমা খাতুন, কেরানীরটেক এলাকার আব্দুল হাইয়ের ছেলে এনামুল হক, ঢাকার উত্তর কাফরুল এলাকার আলী হোসেনের ছেলে মো. বাবু, আশকোনা এলাকার আবু সাঈদের ছেলে মুজিবুর রহমান, কচুখেত এলাকার সাঈদ মিয়ার ছেলে বাবু মিয়া, গাজীপুর জেলা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আজিজুল হক জানান, শনিবার সকালে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও মাহমুদা শাহরীনের নেতৃত্বে টঙ্গীর আমতলী ও কেরানীরটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে ২৫কেজি গাঁজা এবং ৪০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মো. বাবু ও মুজিবুর রহমানকে দুই বছর ও বাবু মিয়াকে দেড় বছরের কারাদন্ড দেয়া হয়। অপর গ্রেফতারকৃত রহিমা খাতুন ও এনামুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ