রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢকার ধামরাইয়ের কালামপুর বাসষ্টান্ডে গত শুক্রবার দুপুরে কয়েক হাজার আবাসিক গ্রাহক নিয়মিত গ্যাস সরবরাহের দাবি করে মানববন্ধন ও ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। তারা দ্রæত বাসা বাড়ির গ্যাস ভোগান্তি লাঘব করে সুষ্ঠভাবে গ্যাস সরবরাহের দাবি করেছেন।
জানা গেছে, ধামরাইয়ে কালামপুর, গোয়ালদী,বাটুলিয়া,নান্দেশ^রীসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার গ্যাসের আবাসিক গ্রাহক গত এক মাস ধরে প্রযাজনীয় গ্যাস পাচ্ছে না। অনেক সময় রাতের বেলায় সামান্য গ্যাস থাকলেও দিনের বেলায় মোটেও থাকছে না। এতে চরম লাঘবে পড়ে যান আবাসিক গ্রাহকরা। বিষয়টি সংশ্লিষ্ট অফিসকে জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহন করছে না। অবশেষে কোন উপায় না পেয়ে ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর বাসষ্টান্ডে কয়েক হাজার গ্যাসের আবাসিক গ্রাহক জড়ো হয়ে প্রথমে মানববন্ধন পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করেন তারা।
মানববন্ধনে অংশ নেয়া ভোক্তভোগি কালামপুর গ্রামের মির্জা ইয়ার হোসেন মাষ্টার, ওয়াজুদ্দিন মোগড়,বাবুল হোসেন ও বাজার বণিক সমিতির সভাপতি রবিউল ইসলামসহ অনেকে জানান, ধামরাইয়ের প্রধান বাণিজ্যিক কেন্দ্র হলো কালামপুর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।