Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশ পাঠানোর নামে কুমিল্লায় এক আদম ব্যাপারীর কান্ড

| প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার : সুইরাজল্যান্ডে পাঠানোর নামে টাকা লেনদেনের ঘটনা কুমিল্লায়। বিদেশ পাঠাতে না পারায় টাকা ফেরতের অঙ্গিকারের ঘটনাও কুমিল্লায়। আবার অঙ্গিকার ভঙ্গ করার কারণে লেনদেনের বিষয়ে মামলাও হয়েছে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে। কিন্তু টাকা ফেরত না দেয়ার কুমতলবে পাওনাদারের বিরুদ্ধেই উল্টো মামলা ঠুকে দিয়েছে কথিত এক আদম ব্যাপারি। তাও কুমিল্লায় নয়, ঢাকায়। বানোয়াট সাজানো ঘটনায় পাওনাদারকে আসামী করে লালবাগ থানায় পরপর দুইটি মামলা করেছে আদম ব্যাপারী আতিকুর রহমান মজুমদার সুজন। মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং পাওনা টাকা আদায়ের দাবীতে শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা নগরীর শাকতলা এলাকার ব্যবসায়ি ফজলুল হকের ছেলে ভুক্তভোগী আবু জাফর মো. সালেহ।
সংবাদ সম্মেলনে আবু জাফর অভিযোগ করেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার দত্তপুর গ্রামের মৃত. মোঃ সিদ্দিকুর রহমান মজুমদারের ছেলে মোঃ আতিকুর রহমান মজুমদার সুজন তাঁর নিকটাত্মীয়। সুজন সুইরাজল্যান্ডে লোক পাঠানোর ব্যবসা করে। সেই সুবাধে আবু জাফর তার ছোট ভাই স্বপনকে সুইজারল্যান্ড পাঠানোর জন্য ২০১৪ সালে লিখিত স্ট্যাম্পমূলে দশ লাখ প্রদান করে। এক বছরের মধ্যে সুইরাজল্যান্ড নিতে পারায় এবং দেয় দশ লাখ টাকা ফেরত না দেয়ায় আবু জাফর ২০১৫ সালে আদম ব্যাপারী আতিকুর রহমান সুজন ও তার ভাই আশিকুর রহমান রিকুর বিরুদ্ধে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন। আদালত ওই দুইজনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে সুজন ঢাকা লালবাগ থানার পুলিশকে ভুল তথ্য দিয়ে আবু জাফর মো. সালেহ’র নামে পর পর দুইটি মামলা করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ