Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মুক্তিযোদ্ধার মেয়ের চিকিৎসার সাহায্যের আবেদন

অভ্যন্তরীণ ডেস্ক : | প্রকাশের সময় : ৮ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কেশবপুরের এক মুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত পুলিশ কনষ্টেবলের মেয়ে দীর্ঘদিন ধরে মেরুদন্ড ও শিরার সমস্যায় পঙ্গু হতে চলেছে। তার সামর্থের মধ্যে বহু চিকিৎসা করেও কোন ফল পাচ্ছে না। অর্থের অভাবে ভালো ডাক্তার দেখাতে পারছে না। অসহায় ওই পরিবার মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশের উদ্ধর্তন কতৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।
জানা গেছে, উপজেলার আলতাপোল গ্রামের মুক্তিযোদ্ধা শেখ আব্দুল রাজ্জাকের মেয়ে রুমানা পারভীন লিপি দীর্ঘ ৬-৭ বছর যাবৎ অসুস্থ্যতায় ভুগছেন। তিনি বর্তমানে কোমরের নিচে কোন শক্তি না পাওয়ায পঙ্গু হয়ে পড়ে আছে। ওই পরিবার অর্থের অভাবে উন্নত চিকিৎসা করাতে পারছে না। তিন কন্যা সন্তানের জনক শেখ আব্দুল রাজ্জাক বার্ধক্য জনিত কারণে হাটুর হাড় ক্ষয় হওয়ায় পঙ্গুর মত জীবনযাপন করছেন। এরই মধ্যে মেঝ মেয়ে রুমানা পারভীন লিপি কোমরের নিচ থেকে পা পর্যন্ত কোন শক্তি না পাওয়ায় চলাফেরা করতে পারে না। বাংলাদেশ ও ভারতে বিভিন্ন ডাক্তারদের নিকট চিকিৎসা করেও সুস্থ হচ্ছে না। ইতোমধ্যে অবস্থা অবনতি হলে ঢাকা ধানমন্ডিতে পুপলার মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তার মেরুদন্ডের টিউমার ধরা পড়লে ২০১৬ সালের ৫ ফেব্রæয়ারি অপারেশন করা হয়। অপসারিত টিউমার পরীক্ষায় থাইরয়েড ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার বিশেষজ্ঞরা জানিয়েছেন জরুরী চিকিৎসা করলে সে সুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান রোগের চিকিৎসা করতে প্রায় ৮-৯ লক্ষ টাকা প্রয়োজন। তার অবসরকালীন অর্থ সবই মেয়ের চিকিৎসার পিছনে ব্যয় করেছেন বলে তিনি জানান। নিরুপায় হয়ে তার মেয়েকে বাঁচানোর জন্য মানবিক বিবেচনায় প্রধান মন্ত্রী সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা
শেখ আব্দুর রাজ্জাক, সোনালী ব্যাংক, কেশবপুর শাখা,
হিসাব নম্বর: ০০২০৫৫০৭৮ এবং বিকাশ ও মোবাইল ০১৯১৩৮৯২২৯৭



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ