পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠানো হয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নেতারা।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
আইনজীবী নেতারা বলেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে দেখা করতে না দেয়া প্রমাণ করে তিনি স্বেচ্ছায় ছুটিতে যাননি। সরকার তাকে বল প্রয়োগ করে ছুটিতে পাঠিয়েছে।
সরকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ‘জোর করে ছুটিতে পাঠিয়েছে’ এমন অভিযোগ এনে এর প্রতিবাদে সুপ্রিমকোর্ট সহ দেশের সব বারে সপ্তাহব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি।
শনিবার বেলা সাড়ে ১১ টায় সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।