Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সঙ্গীতশিল্পী মিলাকে মারধরের অভিযোগে স্বামী গ্রেফতার

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : সংগীতশিল্পী মিলাকে মারধর ও যৌতুকের অভিযোগে দায়ের করা মামলায় তার স্বামী পারভেজ সানজারিকে গ্রেফতার করেছে উত্তরার পশ্চিম থানা পুলিশ। গত বৃহস্পতিবার মিলা বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করেন। মামলার নম্বর ৪। পরে বৃহস্পতিবার রাতেই পারভেজ সানজিরকে গ্রেফতারের পর আদালতে চালান করে দেয়া হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন বলে জানা গেছে। উত্তরার পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা গেছে, মিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে পারভেজ সানজিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কণ্ঠশিল্পী মিলা বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ