পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। গতকাল শুক্রবার পৃথকভাবে প্রধান বিচারপতির সরকারি বাসভবনে গিয়ে এ সাক্ষাৎ করেন। তবে বিকেল ৫টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক দেখা করতে বিচারপতি বাসভবনে দিকে যেতে চাইলে পুলিশ বাধার সন্মুখীন হন।
সূত্রে জানা যায়, গতকাল বেলা ১১টা ১০ মিনিটের দিকে পতাকাবাহী গাড়ি নিয়ে রাজধানীর কাকরাইলের হেয়ার রোডের প্রধান বিচারপতির সরকারি বাসভবনে প্রবেশ করেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। প্রায় এক ঘণ্টা পর বেলা সোয়া ১২টার দিকে তিনি বাসভবন থেকে বের হয়ে আসেন। যদিও এ বিষয়ে উপদেষ্টা বা তার কোনো কর্মকর্তার কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা সুপ্রিম কোর্ট গিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে একবার দেখা করেছিলেন।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৯টার দিকে প্রধান বিচারপতি এস কে সিনহার সঙ্গে দেখা করতে তার বাসায় যান সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম ও অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। প্রায় আধা ঘণ্টার মতো তিনি বাসায় ছিলেন। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। তবে নাম না প্রকাশ শর্তে একজন জানিয়েছেন, সুপ্রিম কোর্ট কর্মকর্তাদের এটা শুধু সৌজন্য সাক্ষাৎ ছিল।
এর আগে গত বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস কে সিনহার ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত দুটি ফাইল নিয়ে সন্ধ্যায় তার বাসভবনে যান সুপ্রিম কোর্টের বেঞ্চ রিডার মাহবুব হাসান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি প্রধান বিচারপতির বাসভবনে প্রবেশ করেন এবং ২২ মিনিট পর ৭টা ২ মিনিটে বেরিয়ে আসেন বলে একটি সূত্রে জানা যায়।
এসব বিষয় প্রসঙ্গে জানতে চাইলে প্রধান বিচারপতি এস কে সিনহার একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান ইনকিলাবকে বলেন, আমি এ বিষয়ে কোনো কিছুই জানি না।
উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের কাছে আবেদন করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। শারীরিক অসুস্থতার কথা বলে ছুটির আবেদন করেছেন তিনি। তবে বিএনপির অভিযোগ, প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।