Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

কেরানীগঞ্জে ক্রাউন মেলামাইন ইন্ডাস্ট্রিজকে জরিমানা

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা : ঢাকার কেরানীগঞ্জে ক্রাউন মেলামাইন ইন্ডাষ্ট্রিজকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। গতকাল শুক্রবার দুপুরে মডেল থানার সাক্তা এলাকায় অবস্থিত ক্রাউন মেলামাইন ইন্ডাষ্ট্রিজে এ অভিযান চালানো হয়। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র মেয়াদ উত্তীর্ণ হওয়ার অভিযোগে কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান, ক্রাউন মেলামাইন ইন্ডাষ্ট্রিজের ম্যানেজার আশরাফুলকে ২ লক্ষ টাকা জরিমানা করেন। অনাদয়ে তাকে ১বছরের কারাদন্ডের আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তের পরিদর্শক মাহমুদা খাতুন , কেরানীগঞ্জ সার্কেল ভূমি অফিসের অফিস সহকারী ও ক্যাশিয়ার রাকিব হাসান চয়ন প্রমুখ। এছাড়াও জিনজিরা বাজারে নিষিদ্ব পলিথিন মজুদ রাখা ও বিক্রি করার অভিযোগে ৬ জনকে জরিমানা করা হয়। কেরানীগঞ্জ সার্কেল সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পারভেজুর রহমান বলেন এলাকাবাসীর পরিবেশ ক্ষতির অভিযোগে ক্রাউন মেলামাইন ইন্ডাষ্ট্রিজে আমরা অভিযান চালাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ