Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক এমবিবিএস ডাক্তারের ভুল চিকিৎসায় ৪ মাসের এক শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকালে। নিহতের বাবা হাবিবুর রহমান জানান, তার চার মাস বয়সী মেয়ে হুনাইফা গত বৃহস্পতিবার ঠান্ডায় আক্রান্ত হলে তাকে হোসেন মার্কেটের চৌধুরী ঔষধ বিপনীতে ডা. মো. দেলোয়ার হোসেনের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সিপ্রোসিন-২৫০,ব্রোঙ্কোলাক্স সিরাপ ও ফলিসন-৫ ট্যাবলেট দেয়া হয়। পরে চিকিৎসকের নির্দেশ মোতাবেক ঔষধ খাওয়ানোর কিছুক্ষণ পরই সে অনর্গল বমি করতে করতে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে এবং ভোররাতে শিশুটি মারা যায়। পরে শিশুটির আত্মীয় স্বজন চিকিৎসকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি রোগীর পরিবারের সাথে খারাপ ব্যবহার করেন। এ ব্যাপারে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দিয়ে আসে। তথ্য সংগ্রহ করতে গেলে ডা. দেলোয়ারের লোকজন স্থানীয় সাংবাদিকদের সাথেও দুর্ব্যবহার করে।
এ ব্যাপারে ডা. মো. দেলোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, অসুস্থ অবস্থায় শিশুটিকে তার স্বজনরা আমার কাছে নিয়ে এসেছিল। আমি প্রয়োজনীয় ঔষধ দিয়েছি। ঔষধ খাওয়ানোর পর শিশুটি যখন বারবার বমি করছিল তখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার ছিল। ডা. মো. দেলোয়ার ঢাকা শিশু হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার বলেন, ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর খবর পেয়েছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ