Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাপীর নতুন তিন গান

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বিনোদন রিপোর্ট: এ প্রজন্মের একজন তরুণ শ্রোতাপ্রিয় কন্ঠশিল্পী হ্যাপী আফরিন। মিষ্টি কন্ঠের যাদুতে অল্প সময়েই পেয়েছে দর্শকপ্রিয়তা। পড়াশোনার পাশাপাশি গান নিয়েই তার যত ব্যস্ততা। এরই মধ্যে বেশকিছু মিউজিক ভিডিও উপহার দিয়েছেন দর্শকদের। সাড়াও পেয়েছেন বেশ। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মিষ্টি কন্ঠের এ সংগীত তারকা। এরই মধ্যে তিনটি নতুন গানে কন্ঠ দিয়েছেন তিনি। একটি মিক্সড এ্যালবামে,একটি সলো ও একটি সিঙ্গেল র্ট্যাক। গানগুলোর অডিও প্রকাশ করেছেন ইউটিউবে। দুটি গান জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে এবং একটি সিডি চয়েস মিউজিক-এর ব্যানারে। মিথ্যে আশা আবিরের প্রথম সলো অ্যালবামের একটি গান। এটি লিখেছেন নোমান শিবলু সুর করেছেন মেহতাজ এবং সংগীত আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। এই গানটিতে আবিরের সাথে কন্ঠ দিয়েছেন হ্যাপী। একটি মিক্সড অ্যালবামে সুখের সেই দিন শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন শাহরিয়ার বন্ধন এবং সংগীতা আয়োজন করেছেন ওয়াহেদ শাহীন। গানটিতে কন্ঠ দিয়েছেন হ্যাপী ও বাধন। আর একটি সিঙ্গেল তোমার জন্য শিরোনামে গানে কন্ঠ দিয়েছেন হ্যাপী ও আমান। মিনহাজ খানের কথায় গানটির সুর করেছেন এস এ কিরণ ও সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। হ্যাপী জানান, খুব শীঘ্রই গানগুলোর মিউজিক ভিডিও করা হবে। আশা করি, গানগুলো শ্রোতা দর্শকদের অনেক ভালো লাগবে। হ্যাপী আফরিন প্রথম সঙ্গীতে পা রাখেন হৃদয় খান এর হাত ধরে। হৃদয় মিক্স-৩ অ্যালবামে প্রথম গান করেন ভালোবাসতে দিও গানটি।



 

Show all comments
  • Abu Al Farabi ২৯ ডিসেম্বর, ২০১৭, ৭:৪৯ পিএম says : 0
    আমি একজন কবি। আমার খুব খারাপ লাগছে হ্যাপির জন্য। ওর জন্য কিছু করুন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ