Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেন্স অব হিউমারে তাঁরা সাত

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিনোদন ডেস্ক: রম্য ম্যাগাজিন সেন্স অব হিউমারে এবার সাত তারকার দেখা মিলবে। আজ ও ২১ অক্টোবর এবং ৪ নভেম্বর প্রচারিতব্য অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এসব তারকা। এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, চিত্রনায়ক আরেফিন শুভ, অভিনেত্রী ও চিত্রনায়িকা বাঁধন, অভিনেতা জিতু আহসান, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনাম সৌদ এবং অভিনেতা, নির্মাতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়-এর অংশগ্রহণে এটিএন বাংলায় প্রচার হবে এ অনুষ্ঠান। সেন্স অব হিউমার অনুষ্ঠানটি তৈরি হয় দেশের বিভিন্ন অঙ্গনের সেলিব্রেটিদের নিয়ে। খোলামেলা আলাপে সেলিব্রেটিরা নির্দ্বিধায় বলে যায় তাদের না বলা অনেক কথা। পাশাপাশি সেলিব্রেটিদের প্রিয় সিনেমা শর্ট ফিল্ম, গান, জাদু এমনকি বিশ্বের অজনা অচেনা অনেক তথ্য গল্পের ফাঁকে ফাঁকে দর্শকদেরক দেখানো হয়। সেন্স অব হিউমারের আগামী পর্বের অতিথি মিডিয়া ব্যক্তিত্ব এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০.৫৫মিনিটে এটিএন বাংলায়। শাহরিয়ার নাজিম জয় এর উপস্থাপনায় অনুষ্ঠাটি প্রযোজনা করেছেন আবদুস সাত্তার।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ