Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

ফটিকছড়ি পৌরনির্বাচনে মনোনয়ন দাখিল সম্পন্ন

মেয়র পদে ৩ : কাউন্সিলর পদে ৪৩

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ফটিকছড়ি উপজেলা সংবাদদাতা

আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিতব্য ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিন, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ছয় এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৭ সর্বমোট ৪৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল সম্পন্ন হয়েছে। ৩ অক্টোবর মঙ্গলবার নির্ধারিত সময় পর্যন্ত তারা নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। অত্যাসন্ন এ নির্বাচনকে ঘিরে ফটিকছড়ি পৌর এলাকাজুড়ে এখন নির্বাচনী উৎসবের আমেজ বইছে।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত বর্তমান মেয়র মোহাম্মদ ইসমাইল হোসেন, বিএনপি মনোনীত বিলুপ্ত রাঙ্গামাটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান কাউন্সিলর মাওলানা ফারুক আহমদ দাখিল করেন।
গত সোমবার দুপুরে দলীয় নেতাকর্মী নিয়ে উপজেলা নির্বাচন অফিসার শামসুল হক ফৌজদারের কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বর্তমান মেয়র আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট উত্তম কুমার মহাজন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তাসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার বিকেল ৪টার দিকে দলীয় নেতাকর্মীদের বহর নিয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ মুনির হোসাইন খানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, বিএনপি নেতা কর্নেল (অব:) আজিম উল্লাহ বাহার চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ শহিদুল আজমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ফটিকছড়ি উপজেলা নির্বাচন অফিসার শামশুল হক ফৌজদার বলেন, তিন মেয়র প্রার্থী, ছয় নারী কাউন্সিলর ও ৩৭ জন সাধারণ কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ৫-৬ অক্টোবর মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৪ অক্টোবর প্রত্যাহার, ১৫ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ৩০ অক্টোবর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ভোটার সংখ্যা ৩২ হাজার ১২ জন।
ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের বিষয়ে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও ফটিকছড়ি পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মোহাম্মদ মুনির হোসাইন খান বলেন, সুষ্ঠু ও অবাধ নির্বাচন উপহার দেয়াই নির্বাচন কমিশনের মূল লক্ষ। এ জন্য আমরা সব ধরনের প্রস্তুতি শুরু করে দিয়েছি। পুরো পৌর এলাকাকে আমরা নিরাপত্তার চাঁদরে ডেকে দেয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা যথাসময়ে ভোটারগণ বুঝতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ