Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

সরকারকে জমিয়তে উলামায়ে ইসলাম- দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন

| প্রকাশের সময় : ৭ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শায়খে ইমামবাড়ী আল্লামা আব্দুল মোমিন ও মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী গতকাল এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘চাল, সবজিসহ নিত্যপণ্যের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় অনেক দরিদ্র মানুষ এখন অর্ধহার-অনাহারে দিন কাটাচ্ছে। চলমান বাজার পরিস্থিতিতে রীতিমতো হিমশিম খাচ্ছে মানুষ।
তারা বলেন, বাজারের এ অগ্নিমূল্যের লাগাম টেনে ধরতে হবে। খোঁড়া অজুহাতে দ্রব্যমূল্য বাড়িয়ে দেওয়া অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভ্রাম্যমান আদালতকে আরো কার্যকর ভূমিকা নিতে হবে। সরকারকে এ ব্যাপারে আন্তরিক ভূমিকা পালনের জন্য নেতৃদ্বয় আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ