বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওযামীলীগের মনোনয়নের বিষয়ে নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সরকার দলীয় সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট রেজা আলী। তিনি বলেন, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ তৃণমূল পর্যন্ত সুসংগঠিত এবং ঐক্যবদ্ধ। মনোনয়নের বিষয়ে নেত্রীর সিদ্ধান্তই চুড়ান্ত। আমি সব সময় দল ও সংগঠনের জন্য কাজ করেছি। অতীতেও নেত্রীর সিদ্ধান্তে শ্রদ্ধাশীল হয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমার বিশ্বাস আগামী নির্বাচনে আ’লীগই আসনটি পাবে।
শুক্রবার দুপুরে ময়মনসিংহ নগরীর একটি রেস্টুরেন্টে জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদ কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। এ সময় ত্রিশাল উপজেলা আ’লীগের যুগ্ম আহবায়ক শোভা মিয়া আকন্দ, অ্যাডভোকেট জিয়াউল হক সবুজ, শহীদুল্লাহ, মেজবাহ উদ্দিন বিএসসি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেসা বিউটি, উপজেলা আওয়ামীলীগের সদস্য আব্দুল মোতালেব, অ্যাডভোকেট ফকির ওবায়দুল হক লিটন, রোকন উদ্দিন খোকন উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।