পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপূজায়অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে যান অসুস্থতার জন্য এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মন্দিরে যান তিনি। এ সময় তাঁর স্ত্রী সঙ্গে ছিলেন। মন্দিরে ২০ মিনিটের মতো অবস্থান করেন প্রধান বিচারপতি। লক্ষ্মীপূজায় অংশ নিয়ে তিনি ও তাঁর স্ত্রী মন্দির থেকে বের হয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে সাংবাদিকদের এসব কথা জানান।এর আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য্য বলেন, পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন। মন্দিরের তৃতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন। প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনার প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপির। প্রধান বিচারপতিকে কেন দেখেছেন, খুব কি অসুস্থ তিনি - সাংবাদিকরা জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।