Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে লটারির নামে প্রতারণা চীনা নাগরিকসহ ১২ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীতে ‘ওয়েলফেয়ার ফান্ডের’ নামে লটারি বিক্রির নামে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়া এক প্রতারক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। গতকাল (বৃহস্পতিবার) নগরীর দক্ষিণ খুলশী ১ নম্বর সড়কের একটি বাড়িতে হানা দিয়ে এক চীনা নাগরিকসহ চক্রের ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। নগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা এ অভিযান চালায়।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বক্কর সিদ্দিক জানান, চীনা ও বাংলাদেশের বেশকিছু ব্যক্তি এ চক্রটির সাথে জড়িত। পিবিডিএফ নামে একটি প্রতিষ্ঠানের নামে তারা লটারি বিক্রি করে থাকে। চক্রটি নিম্ন আয়ের লোকজনকে টার্গেট করে তাদের কাছে ২০ লাখ টাকা পর্যন্ত প্রলোভন দিয়ে লটারি বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে অনুমোদন দিয়ে সরকারি সংস্থা ছাড়া অন্য কোন সংস্থা লটারি বিক্রি করতে পারে না। তবে চক্রটি ‘সরকারি অনুমোদিত’ উল্লেখ করে ২০, ৫০ ও ১০০ টাকার লটারির টিকিট বিক্রি করছে।
লটারিতে সরকারি অনুমোদনের বিষয়টি লেখা থাকলেও তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি উল্লেখ করে এডিসি বলেন, চক্রটি নিম্ন আয়ের লোকজনের যেখানে বসতি বেশি সেখানেই টিকিটগুলো বিক্রি করে থাকে। এভাবে করে তারা দৈনিক ২০ থেকে ৩০ কোটি টাকা শ্রমজীবী মানুষদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এ চক্রটির সাথে ১১ জন চীনা নাগরিকের পাশাপাশি বাংলাদেশী বেশকিছু প্রভাবশালী ব্যক্তির সম্পৃক্ততার কথা জানিয়ে তিনি বলেন, লটারি প্রিন্ট থেকে শুরু করে বিভিন্ন কাজগুলো চীন থেকে হয়ে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটি তাদের আর্থিক লেনদেনসহ বিভিন্ন কাজ করে থাকে অনলাইনের মাধ্যমে। তারা আগে ইয়ামেন ও নাইজেরিয়ায় এ ধরনের ব্যবসা করলেও কয়েকবছর ধরে বাংলাদেশে শুরু করেছে। বর্তমানে নাইজেরিয়া ও বাংলাদেশে তারা ব্যবসাটি করে আসছে বলে জানান পুলিশ কর্মকর্তা বক্কর। তিনি বলেন, দৈনিক ১০ থেকে ২০ কোটি টাকা লটারি বিক্রি করে আয় করলেও তাদের মধ্যে সামান্যকিছূ টাকা তারা পুরস্কার বাবদ খরচ করে। তারা ওয়েলফেয়ার ফান্ডে টাকা খরচ করে বলে দাবি করলেও সুনির্দিষ্টভাবে কোথায় এ টাকা খরচ হয় সেটার কোন কাগজপত্র দেখাতে পারেনি।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তা বক্কর বলেন, টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে নাকি কোন জঙ্গি সংগঠনকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে সেটা খতিয়ে দেখব আমরা। পিবিডিএফ লিমিটেড নামে এ প্রতিষ্ঠানটির চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেট ও কুমিল্লায়ও তাদের শাখা রয়েছে। নগরীর দক্ষিণ খুলশী ১ নম্বর রোডের গৌরী নামে একটি ভবনের পাঁচ তলায় প্রতিষ্ঠানটি তাদের চট্টগ্রাম কার্যালয় করেছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (বন্দর) আসিফ মহিউদ্দিন জানান, প্রতিষ্ঠানটি একটি স্থানে বেশিদিন থাকে না। ঘনঘন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তন করে। গত বছরের ডিসেম্বর মাস থেকে প্রতিষ্ঠানটি চট্টগ্রামে তাদের ব্যবসা শুরু করে। ১০ মাসে তার চারবার স্থান পরিবর্তন করেছে। কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার পলাশ কান্তি নাথ জানান, প্রতিষ্ঠানটি ২০, ৫০ ও ১০০ টাকা দামের তিনটি লটারি বিক্রি করে থাকে। লাটরিতে তারা নগদ টাকা পুরস্কার দিয়ে থাকে। তিনি জানান, নগরীর ইপিজেড, আকবরশাহ, তুলাতলী, আমবাগানসহ যেসব এলাকায় নিম্ন আয়ের লোকজনের বসবাস বেশি সেখানেই প্রতিষ্ঠানটি এসব লাটারি বিক্রি করে থাকে। লটারির ঘসে গ্রাহকরা তাদের টাকা গ্রহণ করে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাহকরা লটারি কিনে প্রতারিত হয় বলে জানান তিনি। নগরীর বিভিন্ন স্থানে ৪১ দোকানের মাধ্যমে লটারিগুলো বিক্রি করা হয়ে থাকে বলে জানান তিনি।
এদিকে তিন ধরনের লটারির তিন রকমের দাম রাখা হয়। ২০ টাকা দামের লটারিটি ‘সমুদ্রের গুপ্তধন’ ৫০ টাকা দামেরটি ‘ঝাল মরিচ’ ও ১০০ টাকা দামের লটারিটি ’১০ গুণ বেশি ভাগ্যবান’। ২০ টাকার লটারিতে সর্বোচ্চ ৪০ হাজার থেকে সর্বনিম্ন ২০ টাকা, ৫০ টাকার লটারিতে সর্বোচ্চ পাঁচ লাখ থেকে সর্বনিম্ন ৫০ ও ১০০ টাকার লটারিতে ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকার পুরস্কার লেখা আছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ের বাইরে থেকে কোন সাইনবোর্ড না থাকলেও অফিসের ভেতরে পিবিডিএফ নাম লেখা আছে। যার পূর্নাঙ্গ নাম পেট্রো নজরুল বাংলাদেশ ডেভেলপমেন্ট বলে জানিয়েছে পুলিশ। ১২ জন চীনা নাগরিক এবং বাংলাদেশী প্রভাবশালী কিছু ব্যক্তি প্রতিষ্ঠানটির সাথে সম্পৃক্ত থাকার কথা জানালেও তাদের নাম পুলিশ প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের একটি ট্রেড লাইসেন্সের কপি টাঙ্গানো রয়েছে। সেখানে নজরুল ইসলাম মোল্লা (চেয়ারম্যান) নাম লেখা আছে। ওই ব্যক্তির ঠিকানা উল্লেখ করা আছে ১৯/৯ পল্লবী, মীরপুর ঢাকা।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু বক্বর জানান, আটক চীনা নাগরিক শিন জিয়াং (৩৬) নিজেকে কম্পিউটার প্রকৌশলী বলে পরিচয় দিয়েছে। তিনি দুই মাসের ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে এসেছেন। আটক অন্যান্যরা প্রতিষ্ঠানটির কর্মচারি বলে জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ