Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তম মানুষ হতে কুরআন অধ্যয়নের বিকল্প নেই

মাদরাসার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

প্রেস বিজ্ঞপ্তি : উত্তম মানুষ হতে হলে অবশ্যই পবিত্র কুরআন অধ্যয়ন করতে হবে, এর কোন বিকল্প নেই। রাজধানীতে একটি মাদরাসার বার্ষিক সংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা একথা বলেন। আলহাজ মোঃ ইউসুফ মেমোরিয়াল দারুল হাদীস মাদরাসা এ সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করে। মাদরাসা প্রিন্সিপাল শায়খ ইসহাক আল-মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলহাজ মোঃ ইউসুফ মেমোরিয়াল ওয়াকফ এস্টেটের মোতাওয়াল্লী আলহাজ মোঃ আব্দুল জাব্বার মিয়া। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে মূল আলোচনা রাখেন সাপ্তাহিক আরাফাত সম্পাদক ডক্টর মুহাম্মদ রইসুদ্দীন। আলোচনায় অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন, দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মুহাম্মদ সানাউল্লাহ, সুরিটোলা মহল্লা পঞ্চায়েতের সাধারণ সম্পাদক এস এম জীবন, হাজী নওয়াব, হাজী আশ্রাফ উদ্দিন, সুরিটোলা মসজিদের ইমাম হাফেয আব্দুল আযিয প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ