Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকেশ্বরী মন্দিরে লক্ষ্মীপূজায় প্রধান বিচারপতি

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ৯:৪২ পিএম

স্টাফ রিপোর্টার : লক্ষ্মীপূজায় অংশ নিতে ঢাকেশ্বরী মন্দিরে যান অসুস্থতার জন্য এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তিনি মন্দিরে যান। এ সময় তাঁর স্ত্রী সঙ্গে ছিলেন। মন্দিরে ২০ মিনিটের মতো অবস্থান করেন প্রধান বিচারপতি। লক্ষ্মীপূজায় অংশ নিয়ে তিনি ও তাঁর স্ত্রী মন্দির থেকে বের হয়ে যান। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ পূজা উদ্যাপন কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব কুমার দে সাংবাদিকদের এসব কথা জানান। এর আগে হেয়ার রোডে বাড়িতে গিয়ে তার সঙ্গে দেখা করে এসেছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
ঢাকেশ্বরী মন্দিরের ব্যবস্থাপক তপন ভট্টাচার্য্য বলেন, পূজা দিতে সস্ত্রীক এসেছিলেন প্রধান বিচারপতি। তিনি ২০ মিনিটের মতো ছিলেন। মন্দিরের তৃতীয় তলায় অফিস কক্ষে কিছুক্ষণ বসেছিলেন প্রধান বিচারপতি। সেখানে প্রবীণ আইনজীবী রানা দাশগুপ্ত ও সুব্রত চৌধুরীও ছিলেন। প্রধান বিচারপতি অসুস্থ বলে এক মাসের ছুটি নিয়েছেন বলে আইনমন্ত্রী আনিসুল হক ইতোপূর্বে জানান। আলোচনার প্রেক্ষাপটে তার ছুটির আবেদনও প্রকাশ করেন তিনি, তবে তা নিয়ে সন্দেহ রয়েছে বিএনপির। প্রধান বিচারপতিকে কেন দেখেছেন, খুব কি অসুস্থ তিনি- সাংবাদিকরা জানতে চাইলে রানা দাশগুপ্ত বলেন, উনাকে দেখে আমার তেমন মনে হয়নি।



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৫ অক্টোবর, ২০১৭, ১১:৪৭ পিএম says : 0
    এই সংবাদে এটা প্রমানিত যে, বিচারপতি সিনহা আর যাই হন গৃহবন্দি নন। আমি আশাকরব বিএনপি নেতারা জনগণকে আর এই গৃহবন্দী কথা বলে বিভ্রান্তিতে ফেলবেন না। আমি মনেকরি এখন বিচারপতি সিনহার কথা বলা বা কথা বলার ধরন বা তার ব্যবহারে কি বুঝায় এটা নিয়ে কোন রকম কথা বলা বা মন্তব্য করা ঠিক হবে না। আমি মনে করি আমাদের সাংবাদিক ভাইরা তাকে নিয়ে আর মাতা মাতি করবেন না। আমি বলতে পারি এখন বিচারপতি সিনহাকে নিয়ে যতই বাড়া বাড়ি করা হোকনা কেন, জনগণ এতে কোন রকম উত্তেজিত হবে না। কারন তারা ইতিপূর্বে বিচারপতির ব্যবহার দেখেছে তার কথা শুনেছে তার মতামত শুনেছে কাজেই জনগণ এর উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবে এটাই মহাসত্য। আল্লাহ্‌ সত্য পথে যারা থাকেন তাদেরকে দেরিতে হলেও বিজয়ী করেন এটাও সত্য। আমীন
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধান বিচারপতি

২২ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ