Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

শিপ ইয়ার্ডে শ্রমিক নিহত

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সীতাকুণ্ড (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা উপকূলে পুরাতন জাহাজ কাটার সময় জাহাজের ওপর থেকে পড়ে মোহাম্মদ মোরসালিন (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার ভোরে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার বিকেলে মোরসালিন কুমিরা ঘোড়ামারা উপকূলে জনৈক লোকমানের মালিকানাধীন এসএল শিপ ইয়ার্ডে একটি পুরাতন জাহাজ কাটার সময় ওপর থেকে পড়ে গুরুত্বর আহত হন তিনি। মোরসালিন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার অর্জনপুর গ্রামের মোজাফফর আহমদের ছেলে।
মোজাফফর আহমদ বলেন, মোরসালিন শিপ ইয়ার্ডে জাহাজ কাটার হেল্পার হিসেবে কাজ করতো। আহত হওয়ার পর প্রথমে তাকে ভাটিয়ারী বিএসবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে মালিক পক্ষ তাকে শহরের মেডিক্যাল সেন্টার হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোরসালিন মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ