Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুড়োয়া টু

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বাবা (সচীন খেদেকার) এক অপরাধ চক্র আর তার প্রধানের মুখোশ উন্মোচন করার পর সে তাদের রোষে পড়ে। আর তাতে তার সদ্যোজাত যমজ দুই সন্তান ঘটনার পরম্পরায় আলাদা হয়ে যায়। রাজা আর প্রেম (বরুণ ধাওয়ান) নামে তার বড় হয়। রাজা বড় হয় মুম্বাইয়ে রাস্তায়, সে চারিত্রিকভাবে দস্যু স্বভাবের। অন্য দিকে প্রেম সঙ্গীতের শিক্ষার্থী, বড় হয়েছে লন্ডনের বিলাসী পরিবেশে। রাজা তার বন্ধু নান্দুকে (রাজপাল যাদব) নিয়ে যে মন্দ সময় কাটাচ্ছে তা নয়। ঘটনাক্রমে রাজা আর নান্দুকে লন্ডন আসতে হয়। সেখানেই প্রেম আর রাজার সঙ্গে তাদের প্রেমিকা সামারা (তাপসী পান্নু) আর আলিশকার (জ্যাকুলিন ফার্নান্দেজ) সাক্ষাত হয়। এরপর যা হবার তাই হয়। দুজনের চেহারা এক বলে একের পর এক বিভ্রান্তিকর অবস্থার সৃষ্টি হয়। বলাই বাহুল্য শেষে রাজা আর প্রেমই মুখোমুখি হয়। তাদের বাবা-মা কি শেষ পর্যন্ত তাদের হারিয়ে যাওয়া সন্তানকে চিনতে পারবে?

হলিউড শীর্ষ পাঁচ
১ কিংসম্যান : দ্য গোল্ডেন সার্কল
২ ইট
৩ অ্যামেরিকান মেইড
৪ দ্য লেগো নিনজাগো মুভি
৫ ফ্ল্যাটলাইনার্স



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ