Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অ্যামেরিকান মেইড

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

একটি বাস্তব ঘটনা অবলম্বনে থ্রিলার ফিল্ম ‘অ্যামেরিকান মেইড’ পরিচালনা করেছেন ‘এজ অফ টুমরো’র (২০১৪) জন্য খ্যাত ডাগ লাইম্যান। ‘মেনা’ (২০১৭), ‘ফেয়ার গেইম’ (২০১০), ‘জাম্পার’ (২০০৮), ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ (২০০৫), ‘দ্য বর্ন আইডেন্টিটি’ (২০০২) এবং ‘গো’ লাইম্যান পরিচালিত অন কয়েকটি ফিল্ম।
টিডবিøউএ’র পাইলট ব্যারি সিল (টম ক্রুজ) তার দায়িত্বের পাশাপাশি ছোটখাটো চোরাকারবারি করা পছন্দ করে। তার এই স্বভাব একজন সিআইএ এজেন্টের (ডমনাল গিøসন) নজরে পড়ে। দক্ষিণ আর মধ্য আমেরিকা থেকে তার জন্য কিছু মালামাল পরিবহণ করার জন্য সে ব্যারিকে অনুরোধ করে। এদিকে তার পরিবার বড় হচ্ছে। সিআইএ থেকে বাড়তি আয়েও তার পোষাচ্ছিল না। তার আগ্রহ আর যোগাযোগের কারণেই পাবলো এস্কোবারসহ বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর হয়ে সে যুক্তরাষ্ট্রে কোকেন আনতে শুরু করে। মাদক পাচারে ক্রমে আরও সংশ্লিষ্ট হয়ে পড়ে সে । এমন আয় করতে শুরু করে যা গণনার করাও তার পক্ষে সম্ভব নয়। শেষে সে তার দলে সে আরও কয়েকজন পাইলট নেয়। সব কিছু একসময় বাড়াবাড়ি অবস্থায় চলে যায়।
বলিউড শীর্ষ পাঁচ
১ জুড়োয়া টু
২ ভূমি
৩ নিউটন
৪ হাসিনা পারকার
৫ সিমরান

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ