রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দিনাজপুর অফিস : দিনাজপুর শহরে গত ২ দিনে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনায় রাস্তার দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসকের জুডিশিয়াল শাখা সূত্রে প্রকাশ, বুধবার দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আফতাবুজ্জামান আল ইমরানের নেতৃত্বে শহরের ষ্টেশন রোড হতে বাহাদুরবাজার ও হেমায়েত আলী হল পর্যন্ত রাস্তার দু’পাশে অবৈধ দখলে থাকা স্থাপনা বুলড্রোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শহরের ষষ্ঠিতলা মোড়, পাহাড়পুর, জেল রোড ও ষ্টেশন রোডে একইভাবে রাস্তার দু’পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলাকালীন দু’পাশে ভীড় করে। তারা বলে, জনগনের চলাচলের জন্য এধরনের অভিযান চলমান রাখার জন্য দাবী জানান। সূত্রটি জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদ চলমান থাকবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।