Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনামুখী মেলা শুরু

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


কাজিপুর (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার থেকে সিরাজগঞ্জের কাজিপুরে ২৪২ তম ঐতিহ্যবাহী সোনামুখী মেলা শুরু হয়েছে। গ্রামবাংলার ঐতিহ্য আর স্মৃতি ধরে রখেছে সোনামুখী মেলা। উপজেলার ১নং সোনামুখী ইউনিয়নের ইছামতি নদীর তীর ঘেঁষে এই মেলা প্রাচীনকাল থেকেই প্রচুর জনসমাবেশ হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর এই মেলা বসে। মেলাকে ঘিরে আয়োজন হয়েছে গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ক্রীড়া সামগ্রী, কাঠের তৈরী আসবারপত্র, স্টীলের আসবারপত্র, মাটির তৈরি হাড়ি-পাতিল, দা, কাঁচি, ছুরি, মিষ্টিসহ সংসারের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পাওয়া যায়। এ মেলায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলার নারী-পুরুষ উপস্থিত হয়। মেলা পরিচালনা কমিটির ইজারাদার ও কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সেলিম হোসেন, সোনামুখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনামুখী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান আলী জানান, প্রায় ২৫০ বছর ধরে এই মেলা চলে আসছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ