রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লোহাগাড়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কসাইপাড়ায় রমজান আলী (১৮) এর কিল ঘুষিতে আবু শরীফ (৩২) খুন হয়েছে। তারা উভয়ে একই এলাকার বাসিন্দা। গত বুধবার বিকাল ৫ টায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী খুনি রমজান আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। পুলিশ তাকে লোহাগাড়া থানায় নিয়ে আসে। এলাকাবাসী জানান, মাদক সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে রমজান আলী ও আবু শরীফের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে রমজান আলী আবু শরীফকে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী এগিয়ে এসে আবু শরীফের মৃত দেহ উদ্ধার করে ও রমজান আলীকে আটক করে।
১১ বছর পর সম্মেলন অনুষ্ঠিত
টাঙ্গাইল জেলা সংবাদদাতা : দীর্ঘ ১১ বছর পর বুধবার টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। করনেশন ড্রামাটিক ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান সিরাজ। সম্মেলনের উদ্বোধন করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ শুক্কুর মাহমুদ। টাঙ্গাইল জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান ফারুক, সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহেরসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।