Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুন্দরগঞ্জে ভাঙচুর পাল্টা হামলা

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা : সুন্দরগঞ্জে ঘগোয়া গ্রামে জমি-জমা সংক্রান্ত ঘটনায় বাড়ি ভাংচুর করায় পাল্টা হামলায় একজন আহত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা গেছে, ঘগোয়া (মাস্টারপাড়া) গ্রামের অবসর প্রাপ্ত তহশিলদার আব্দুর রহমান গং এর সাথে তার ভাগি-শরীক দেলদার আলীর গং এর জমি-জমা বিষয় নিয়ে দীর্ঘ ৩/৪ বছর থেকে ঘর-বাড়ি ভাংচুর অগ্নিসংযোগ বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় মামলা পাল্টা মামলা চলে আসছিল। এ ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে আব্দুর রহমান গং দেলদার আলীর পুত্র মাহাতাব মিয়ার ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাট করে। এরই প্রেক্ষিতে দেলদার আলী গং আব্দুর রহমানের ভাই ধলু মিয়ার বাড়িতে হামলা চালিয়ে তাকে বেধরক মারপিট করে। এতে ধলু মিয়া গুরুতর আহত হয়। আহত ধলুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আরও বড় ধরণের কোন ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসি। এব্যাপারে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান এখনো কোন পক্ষই মামলা মোকদ্দমা করেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ