Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পীরগাছায় আহত ২৫

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


পীরগাছা (রংপুর) উপজেলা সংবাদদাতা : রংপুরের পীরগাছায় যাত্রীবাহী বাস ও ট্রাক মুখমুখী সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় গাইবাব্ধা -- রংপুর সড়কে ঘন্টা সময় ব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে গাইবান্ধা থেকে রংপুর গামী যাত্রীবাহী একটি বাস (রংপুর-ব ১১০৩৯) উপজেলার বেলতলী নামক স্থানে পৌছলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখমুখী সংঘর্ষ বাধে। এতে বাসে থাকা প্রায় ২০ যাত্রী ও ট্রাকে থাকা ৫ জন গুরুত্বর আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও ৮ জনকে মুমূর্ষু অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর থেকে ঘন্টাকাল ব্যাপী সড়কটিতে যান চালাচল বন্ধ হয়ে যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ