Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বরুড়ায় অবাধে চলছে অবৈধ যানবাহন : নিয়মিত ঘটছে দুর্ঘটনা

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) থেকে আবুল হাসেম
কুমিল্লার বরুড়া উপজেলার সর্বত্র এখন অবৈধ যানবাহনের ছড়াছড়ি। আর এসব যানবাহনের কারণে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। জানা যায়, বরুড়া উপজেলায় অবাধে চলছে নছিমন, করিমন, ভটভটি। একদিকে এসব যানবাহন অবৈধ, অপরদিকে চালকও বেশির ভাগ ক্ষেত্রে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ। ফলে প্রতিদিন ঘটাচ্ছে দুর্ঘটনা। বিকট আওয়াজে বেপরোয়া গতিতে অল্প বয়সের চালকরা যখন এই অবৈধ গাড়িগুলো চালায়, তখন তাদের কোনো নিরাপত্তা থাকে না। ভয়ঙ্কর এই গাড়ি কখন যে কার ওপর উঠিয়ে দেবে তার কোনো ঠিক নেই। এই বেপরোয়া গাড়ি রাস্তা দাবড়ে বেড়াচ্ছে। মানুষকে পঙ্গু করছে, জরিমানা দিচ্ছে। তারপর সবই স্বাভাবিক। সংশ্লিষ্ট কর্মকর্তারা এসব দেখেও না দেখার ভান করছেন। কয়েকজন ব্যবসায়ী জানান, নসিমন, ভটভটি দিয়ে আমরা মাল আনা-নেয়া করি। আমরা মিনি ট্রাকের বিকল্প হিসেবে ভটভটি ব্যবহার করছি। তবে ব্রেক সিস্টেম ভালো নয়। ফলে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। ১০ বছরের কিশোরকেও অনেক সময় ঘণ্টায় ৩০-৪০ মাইল বেগে নসিমন চালাতে দেখা যায়। তখন সামনে কোনো কিছু পড়লে গাড়ি নিয়ন্ত্রণ করা মুশকিল হয়ে পড়ে। মালামালসহ নসিমন উল্টে যায়। এদিকে দেখা গেছে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো বেশির ভাগ রাস্তার পাশে হওয়ায় জিবনের ঝুঁকি নিয়ে শিক্ষাথীদের রাস্তা পারাপার হতে হয়। তা ছাড়া অনেক শিক্ষার্থী এমন দুর্ঘটনার শিকার অহরহ। এ ব্যাপারে বরুড়া উপজেলা প্রশাসনের সন্তোষজনক কোনোরকম উদ্যোগ নেই, চোখে পড়ার মতো নেই তেমন কোনো অভিযান। অবৈধ গাড়ির বিরুদ্ধে অভিযান চালালেই এর নিয়ন্ত্রণ হবে বলে মন্তব্য করেন বরুড়া উপজেলার সচেতন মানুষ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ