Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সৈয়দপুর পৌর এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার বেওয়ারিশ কুকুরের উপদ্রব অস্বাভাবিকভাবে বাড়লেও কর্তৃপক্ষের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছে পৌরবাসী।
সরেজমিন পৌর এলাকার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বাবুপাড়া, দারুল উলুম মোড়, নয়াটোলা, বাঁশবাড়ি, মিস্ত্রিপাড়া, রসুলপুর, গোলাহাট, নতুন বাবুপাড়া, উপজেলা পরিষদ গেট, শহীদ ডা. জিকরুল হক রোডের সামনে দলে দলে বেওয়ারিশ কুকুর উগ্র মেজাজে দলবেঁধে দৌড়ঝাপ করছে। কুকুর দলের উগ্র ভাব দেখে মনে হয় কোমলমতি শিশু ছাত্রছাত্রীসহ যে কোনো মুহূর্তে বয়স্ক মানুষকেই একা পেলে আক্রমণ করতে পারে। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে গিয়ে চোখে পড়েছে ডাস্টবিন না থাকা সত্তে¡¡ও রাস্তার উপরে ময়লা-আবর্জনা ফেলা হয়েছে। সেখানে দলবেঁধে আসছে কুকুর। এই প্রতিবেদকের সামনে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীস্কুল থেকে ফেরার পথে তাকে তাড়া করে কুকুর। সেখানে উপস্থিত এক ব্যক্তি লাঠি দিয়ে ধাওয়া দিলে কুকুরগুলো সরে যায়। এই এলাকার (গিয়াসের মোড়ের) বাসিন্দা জিন্না আলী, আব্দুল খালেক, ওমর ফারুকসহ অনেকে জানান, ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে আমরা বাড়িতে দুশ্চিন্তায় ভুগছি। বেওয়ারিশ ও পাগলা কুকুরের আক্রমণে সন্তানেরা জলাতঙ্ক রোগে আক্রান্ত হতে পারে।
পৌরবাসী নাসিমা জানান, বেওয়ারিশ কুকুরের ব্যাপকতায় সন্তানেরা নিরাপদে বাড়ি থেকে বের হতে পারছে না। ঘর থেকে বের হলেই দলবদ্ধ কুকুরের উপদ্রব এলোপাতারিড় ছুটাছুটি করতে দেখা যাচ্ছে। পৌর কর্তৃপক্ষ সবকিছুর ট্যাক্স বাড়িয়েছে কিন্তু সেবার মান বাড়ায়নি। রাস্তা দিয়ে হাটলেই ড্রেনে জমে থাকা ময়লার দুর্গন্ধ। বিশেষ বাস্তবে জনগণের নানা অভিযোগ থাকলেও পৌর কর্তৃপক্ষ নীরব দর্শক। অভিযোগ করেও সমস্যার সমাধান হয় না।
এ ব্যাপারে সৈয়দপুর পৌর মেয়র আমজাদ হোসেন সরকার বলেন, কুকুর নিধনের হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা রয়েছে। তাই আমরা কুকুর নিধনে অভিযান চালাতে পারছি না।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ