Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা এক মঞ্চে

| প্রকাশের সময় : ৬ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা
ঢাকা-২০ ধামরাই আসনে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৪ নেতা একমঞ্চে সভা করেছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সংবর্ধণা দেয়া উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জরুরী যৌথ সভা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গতকাল অনুষ্ঠিত হয়েছে।
এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ এমএ মালেক ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজির আহম্মদ দীর্ঘদিন ধরে যার যার অনুসারীদের নিয়ে পৃথকভাবে বিভিন্ন সভা সমাবেশ করেছেন। এসব সমাবেশে একে অপরের দোষত্রুটি তুলে ধরায় দ্বিধা-দ্বন্দ্বহীনতায় ভূগছিল দলের নেতাকর্মীরা।
এ যৌথ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ মালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আরেক মনোনয়ন প্রত্যাশী ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, উপজেলা আওয়ালীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল আলম, আরেক মনোনয়ন প্রত্যাশী পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সহ- সভাপতি ও ঢাকা জেলা পরিষদ সদস্য হাজী মাহাতাব আলম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা পরিষদ সদস্য খাইরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি,উপজেলা সেচ্ছা সেবকলীগের সভাপতি ইউসুব আলী, পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান,ধামরাই সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব এছাড়াও প্রতিটি ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদকগণ বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ