রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের তিনটি স্থানে ৩০ হাজার ইট দিয়ে ভাঙনকবলিত সড়ক মেরামতের নামে ব্যাপক অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। সম্প্রতি গোবিন্দগঞ্জ বটেরখালের ব্রিজ থেকে কলেজের সম্মুখের ভাঙন, জাউয়াবাজার ও রাউলী নামক স্থানে ১ নম্বর ইট দিয়ে গর্ত ভরাটের নিয়ম থাকলেও বাস্তবে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তার কাজ। এদিকে পরিবহন শ্রমিক সংগ্রাম কমিঠির সভাপতি মো. খালেদ মিয়া, শ্রমিক নেতা আলকাব আলী, রজব আলী, আব্দুল্লাহ, আব্দুল কাহার, চেরাগ আলী, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ইজ্জাদুর রহমান, সুহেল আহমদ, জমসেদ আলীসহ নেতৃবৃন্দ সড়ক মেরামতে ব্যাপক অনিয়মের অভিযোগ করে বলেন, এসও ইকবাল ও গোলাম মাওলা প্রায় ১০ হাজার নিম্নমানের ইট ব্যবহার করে ২০ হাজার ইটের টাকা আত্মসাৎ করেন। এসব বিষয় জানেন জেলা সড়ক জনপথ বিভাগের প্রকৌশলী। এ ছাড়া প্রতিদিন ১৫ জন শ্রমিক বেতন-ভাতা উত্তোলন করলেও বাস্তবে তিন-চারজন শ্রমিক রাস্তা মেরামতে কাজ করছেন। শ্রমিক নিয়ে কাজ করাচ্ছেন অফিসের গোলাম মাওলা। রেজিস্ট্রার খাতায় ১৫ জন শ্রমিকের নাম থাকলেও বাস্তবে তিন-চারজন শ্রমিক ভাঙনকবলিত সড়ক মেরামত করছে। এদের সাড়ে ৪০০ টাকা মজুরি ধার্য্য করলেও তাদেরকে দেয়া হচ্ছে ৩০০ টাকা। দুপুরের নাস্তার বিল ২০ টাকা করে দেয়ার কথা থাকলেও তা দেয়া হচ্ছে না। গত বছর সড়ক সংস্কারের নামে ২০ কোটি টাকা ফেরত চলে গেছে বলে অফিস সূত্রে জানা গেছে। শ্রমিক কালা মিয়ার সঙ্গে আলাপ কালে তিনি জানান, এসও তাদের মজুরি দিচ্ছে সাড়ে ৪০০ টাকা করে। এর মধ্যে ১৫০ টাকা কর্তন করা হয়। প্রতিদিন পাঁচজন শ্রমিক কাজ করলেও মাস্টাররোলে ২০ জন শ্রমিকের নামে টাকা উত্তোলন করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।