Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস : সিলেটে যুবলীগ নেতার ছুরিকাঘাতে বিপ্লব রায় বিপুল (৩৩) নামে এক যুবক খুন হয়েছেন। এ সময় বিপুলের সঙ্গী অনন্ত আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে নগরীর রায়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল নগরীর মেজরটিলার বাসিন্দা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার লহরীদর্প গ্রামের মৃত বিজয় রায়ের ছেলে। আহত অনন্ত বলেন, ঘটনার সময় যুবলীগ নেতা জমসেদ সিরাজ বিপুলকে ডেকে আনেন। এরপর জমসেদ, রুবেল দাশ, কবির আহমেদসহ ১০/১৫ জন বিপুলকে অন্ধকারে নিয়ে ছুরিকাঘাত করেন। তাকে উদ্ধার করতে গেলে তারা আমার ওপরও আক্রমণ চালায়। তিনি বলেন, বিপুল মাস খানেক আগে বিয়ে করেন। পূর্ব বিরোধ থেকে তাকে ডেকে ছরিকাঘাত করা হয়। তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বিপুল মারা যান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ