বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জে বিয়ের আসর থেকে মেয়েকে অপহরণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধা দিলে ওই তরুণীর বাবাকে কুপিয়ে হত্যা করেছে সন্দেহভাজন অপহরণকারীরা। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার ভূইগড় রঘুনাথপুর এলাকা এই ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, নিহত ব্যক্তির নাম মণীন্দ্র চন্দ্র (৫২)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। সন্দেহভাজন অপহরণকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। নিহতের লাশ উদ্ধার কওে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুলিশ ও স্থানীরা জানান, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তুহিন নামের এক ব্যক্তির নেতৃত্বে ১০-১২ জন দুর্বৃত্ত দুটি মাইক্রোবাসে করে মণীন্দ্র চন্দ্রের বাসায় আসে। তাঁর মেয়েকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। বাধা দিলে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে তাঁর মৃত্যু হয়। পরিবারের অন্য সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে দুটি মাইক্রোবাসের দুই চালক ও অন্য দুজনকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের ফতুল্লা থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।