বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মৌলভীবাজার জেলা সংবাদদাতা : শ্রীনগর উপজেলার বাঘড়া এলাকার আলোচিত ফাইভ মার্ডার মামলার প্রধান আসামী আইয়ূব আলী চেয়ারম্যানের ফাঁসি কার্যকর হয়েছে। কাশিমপুর হাই সিকিউরিটি কারা কর্তৃপক্ষের বরাত দিয়ে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ সাহিদুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে দশটায় ওই কারাগারে তার ফাঁসি কার্যকর করা হয়। ভোর রাতেই আইয়ূব আলী চেয়ারম্যানের পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। একই সঙ্গে সকালে তাকে বাঘড়া এলাকার নিজ বাড়িতে দাফন করা হয়। এর আগে গত রবিবার তার ফাঁসির রায় কার্যকর করার কথা ছিল। পরে তা স্থগিত করা হয়। উল্লেখ্য, ২০০১ সালের ৭ জুলাই বাঘড়া ইউনিয়নের চেয়ারম্যান আইয়ূব আলীকে হত্যার উদ্দেশ্যে বাঘড়া স্বরুপ চন্দ্র উচ্চ বিদ্যালয় সংলগ্ন নিকারী বাড়ীতে পরাজিত চেয়ারম্যান মনোয়ার আলী তার সশস্ত্র ক্যাডার বাহিনীর সদস্য দুলাল, হাশেম ও বাদশাসহ কয়েকজনকে নিয়ে অবস্থান নেয়। সংবাদ পেয়ে আইয়ূব আলীর লোকজন ওই বাড়ী ঘেরাও করলে বাদশার গুলিতে আইয়ূব আলীর ভাতিজা আলাউদ্দিন নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।