Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চসিক মেয়রকে মহিউদ্দিন চৌধুরীর অনুরোধপত্র

প্রসঙ্গ বর্ধিত হোল্ডিং ট্যাক্স রহিত করা

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বর্ধিতহারে হোল্ডিং ট্যাক্স (গৃহকর) রহিত করার জন্য চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের দৃষ্টি আকর্ষণ করে একটি অনুরোধপত্র দিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। গতকাল (বুধবার) চসিক মেয়র নাছিরের কাছে এ অনুরোধপত্র হস্তান্তর করা হয়েছে। আর যথারীতি মেয়রের অফিস থেকে এ অনুরোধপত্র দাপ্তরিকভাবে গ্রহণ করা হয়।
অনুরোধপত্রে মহানগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স (গৃহকর) হালনাগাদ করার ক্ষেত্রে গতবারের এসেসমেন্টের চেয়ে ক্ষেত্রবিশেষে শতগুণ বা ততোধিকহারে বৃদ্ধি করার প্রস্তাব করেছে। এতে সাধারণ নগরবাসীর মধ্যে ক্ষুব্ধ ও বিরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হচ্ছে। চট্টগ্রাম একটি মহানগরী হলেও নগরীর সব এলাকা সমভাবে উন্নত নয়। ঢাকার তুলনায় চট্টগ্রাম নগরীর গৃহ মালিকদের গৃহ আয় অনেক কম। তারা সরকারের রাজস্ব বিভাগকে নির্ধারিত আয়কর দিচ্ছেন।
তা সত্তে¡ও গৃহ ভাড়া বাবদ আয়ের কর আদায় কোনভাবেই যুক্তিযুক্ত হবে না। অনুরোধপত্রে মহিউদ্দিন চৌধুরী নগরীর গৃহ মালিকদের সার্বিক আর্থিক অবস্থা বিবেচনায় হোল্ডিং ট্যাক্স পূর্ব ধার্যকৃত হারে আদায় ও বিগত এসেসমেন্ট থেকে বর্তমান এসেসমেন্টের যে সকল গৃহ আয়তন দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পেয়েছে শুধু তাদের ক্ষেত্রে যুক্তিযুক্ত হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির জন্য অনুরোধ জানান। মহিউদ্দিন চৌধুরী উল্লেখ করেন, নাগরিকদের সুযোগ-সুবিধা নিশ্চিতকরণে সরকার ও জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা রয়েছে। জনগণের উপর এমন কোন যুক্তিহীন করারোপ বাঞ্ছনীয় নয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ