Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারেন্ট জাল ও ১শ’ কেজি জাটকাসহ আটক ২

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় মা ইলিশ ধরা নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে নদী থেকে ১ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্টজাল ও ১০০ কেজি জাটকা মাছসহ দুই জেলেকে আটক করেছে পুলিশ।
বৈদ্যোরবাজার নৌ- ফাঁড়ি পুলিশের ইনচার্জ আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার ভোরে সোনারগাঁ উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাহমুদা আক্তার ও বৈদ্যোরবাজার নৌ-ফাঁড়ি পুলিশের একটি দল মেঘনা নদীর নুনেরটেক ও চরকিশোরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ লক্ষ ৬০ হাজার মিটার কারেন্টজাল ও ১০০ কেজি জাটকা মাছসহ নিরু বর্মন ও শাওন নামের দুই জেলেকে আটক করা হয়। আটককৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করে। পরে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিনূর ইসলাম ভ্রাম্যমান আদালত বসিয়ে দুই জেলেকে ৫শ’ টাকা করে এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়। আটককৃত মাছ স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ