Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোম্পানীগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা : নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলায় চরকাঁকড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি এহসান আহম্মেদ শিবলুর (২৫) উপর মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। মামলা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টায় এহসান আহম্মেদ শিবলু (২৫) বসুরহাট বাজার থেকে রিক্সা যোগে নিজ বাড়িতে যাওয়ার পথে বসুরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের সাত বাড়ি নামকস্থানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসী আমির হোসেন (৩২), ইমরান (২৫) ও শাহজাহান সাজুর (৩৪) নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে শিবলুর উপর অতর্কিত হামলা চালায়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শিবলু চরকাঁকড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোবারক আলীর পুত্র। তার অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহতের বড় ভাই আলী মর্তুজা সাজু বাদী হয়ে ৫ জনকে বিবাদী করে গতকাল বুধবার নোয়াখালী ২নং আমলী আদালতে পিটিশন মামলা দায়ের করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ