Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিরুদ্ধে হাইকোর্টের স্থিতি আদেশ অমান্য করে শিক্ষক নিয়োগ কার্যক্রম সমাপ্ত করণের অভিযোগ করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা সুুুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি। গতকাল বুধবার সকালে খাগড়াছড়ি পৌরসভার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আহŸায়ক এবং খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা। লিখিত বক্তব্যে বলেন, প্রাথমিক সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ প্রক্রিয়ায় ঘুষ বাণিজ্য, প্রশ্নপত্র ফাঁসসহ শিক্ষক পদ কেনা-বেচা ইত্যাদি অভিযোগে গত ১৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ১৩৩৬২ নং পিটিশন দাখিল করা হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ সেপ্টেমর নিয়োগ প্রক্রিয়ার উপর তিন মাসের স্থিতাবস্থা জারী করে হাইকোর্ট। অথচ আদালতের আদেশ অমান্য করে তড়িঘড়ির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন এবং সেই সাথে ২৪ সেপ্টেম্বরেই দুর্নীতির মাধ্যমে নির্বাচিত সকল প্রার্থীকে যোগদানপত্র দেয় জেলা পরিষদ। এছাড়া সিভিল সার্জনের ফিটনেস সার্টিফিকেট ছাড়াই নিয়োগকৃতরা যোগদান করেছে বলেও অভিযোগ করেন তিনি। এসময় সংবাদ সম্মেলনে জেলা সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলম, কমিটির সমন্নয়ক ও পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা ও কমিটির সদস্য ল²ীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ