বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রেস বিজ্ঞপ্তি : কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার ১২৭ বছরের প্রাচীন বাজিদপুর হাফেজ আঃ রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের দাবিতে গতকাল বুধবার বুধবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যালয়ের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থী, ম্যানেজিং কমিটি ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধীজনদের উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম, ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোবারক হোসেন, শিল্প ও বণিক সমিতির সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম, বি.এস.এম.এম.ইউ. সহকারী অধ্যাপক ডা: এস. এ খান নোমান, অগ্রণী ব্যাংক অফিসার্স কল্যান সমিতির সাবেক সভাপতি হাবিবুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মনোজ রায়, ডিইউজের দপ্তর সম্পাদক সাংবাদিক এরফানুল হক নাহিদ প্রমুখ। বক্তারা অবিলম্বে ঐতিহ্যবাহী বাজিতপুর হাফেজ আঃ রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় তথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানান। বক্তারা উদ্বেগের সাথে উল্লেখ করেন সরকার কর্তৃক গৃহীত নীতিমালা অনুযায়ী অত্র শিক্ষা প্রতিষ্ঠানটি বিবেচনা যোগ্য এক (১) নং তালিকা ভুক্ত হওয়ার পরও সরকারিকরণ না হওয়ায় অত্র অঞ্চলের সর্বস্তরের জনগণ ব্যথিত, মর্মাহত ও বিস্মিত হয়েছে। তারা এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অতিদ্রæত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।মানববন্ধন শেষে নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।