Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুর নিধনে জাতীয় পুরস্কার পেলেন আকলিমা

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


আড়াইহাজার (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৬ এ আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার লাভ করেছেন। গতকাল বুধবার বিকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকায় আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কি অডিটরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিমের নিকট হতে পুরস্কারের একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট এবং নগদ অর্থ গ্রহন করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রনালয়ের মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। জানা গেছে, আকলিমা আক্তার ২০০৪ সালের ১৬ আগস্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে উপজেলা কৃষি অফিস আড়াইহাজারে প্রথম যোগদান করেন। ২০০৬ সাল হতে তিনি তার বর্তমান বøক গোপালদী পৌরসভায় নিয়োজিত আছেন। উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আবদুল কাদিরের সহযোগিতা ও অনুপ্রেরণায় গোপালদী পৌরসভায় সর্বোচ্চ ইঁদুর নিধন করে তিনি জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরষ্কার লাভ করেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ