Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্ষণের পর হত্যার দায়ে ৩ ব্যক্তির মৃত্যুদন্ড

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : মাহমুদা আক্তার নামে এক যুবতীকে গণর্ধষণ করে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ৩০২ ধারায় সুলতান মিয়া ওরফে জামাই সুলতান (৩৫), শফিকুল ইসলাম শরীফ (৩২) ও ওসমান গণি (৩৪) নামে ৩ ব্যক্তিকে মৃত্যুদন্ড দেয়া হয়েছে। নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মোঃ গোলাম রব্বানী গতকাল বুধবার বিকেলে এক জনাকীর্ণ আদালতে এই মৃত্যুদন্ডাদেশ ঘোষণা করেছেন। দন্ডপ্রাপ্ত সুলতান মিয়া কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। শফিকুল ইসলাম শরিফ একই জেলার একই গ্রামের মধ্যপানান গ্রামের আলী হোসেনের পুত্র এবং ওসমান গণি নরসিংদী জেলার শিবপুর উপজেলার বৈশানবাড়ী গ্রামের আব্দুল মোতালিবের পুত্র। একই মামলার ২০১ ধারায় ৩ জনকে ৭ বছরে করে সশ্রম কারাদন্ড, আসামী সুলতানকে এক লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড সহ সকলকে ১০হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৩মাস করে কারাদন্ডে দন্ডিত করা হয়। সকলের সাজা একত্রে কার্যকর করা হবে। বুধবার বিকেলে নরসিংদীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো: গোলাম রাব্বানী এ আদেশ দেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ