বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে গত মঙ্গলবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে ইয়াসিন আলী (৪০) নামে এক বাংলাদেশী জেলে গুরুতর আহত হয়েছেন। তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত ইয়াসিন আলী ভোলাহাট উপজেলার পাঁচ টিকরী গ্রামের জালাল উদ্দিনের ছেলে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩ টার দিকে মহানন্দা নদীতে মাছ ধরতে গিয়ে উপজেলার চরধরমপুর ও গিলাবাড়ী সীমান্তের মাঝামাঝি এলাকা দিয়ে বাংলাদেশী জেলে ইয়াসিন আলী ভুলবসত ভারতীয় সীমানায় ঢুকে পড়ে। এসময় মহানন্দা নদীর কালীতলা ঘাট এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা তাকে ধরে ফেলে। পরে তাকে ব্যাপক মারধর করে ছেড়ে দেয়া হয়। গুরুতর আহত ইয়াসিন আলীকে স্থানীয়রা উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রাশেদ আলী জানান, এমন ঘটনার খবর তিনি শুনেছেন। বিষয়টি খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।