Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচনী সহিংসতার মামলাগুলোর বিচার দ্রæত করতে হবে

ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কঠোর নির্দেশনা

| প্রকাশের সময় : ৫ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো : দশম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববতী ও পরবর্তী সহিংসতার দায়ের করা মামলাসমূহের বিচার কাজে কোন প্রকার ঢিলেমি না করতে কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি। তিনি বলেন, এসব ঘটনায় যেসব মামলার ওয়ারেন্ট দ্রæত তামিল করতে হবে। সঠিক সময়ে স্বাক্ষীদের আদালতে হাজির করতে হবে। এসব মামলার বিচার যেন দ্রæত হয় সেদিকে সবাইকে নজর দিতে হবে। এক্ষেত্রে কোন প্রকার গড়িমসি করা যাবে না। বিচারের যাতে দীর্ঘসূত্রতা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী ও পরবর্তী সহিংসতায় রুজুকৃত মামলাসমুহের অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এসব নির্দেশনা প্রদান করেন। এ সময় শেরপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো: রফিকুল হাসান গনি, ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, জামালপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ দেলোয়ার হোসেন পিপিএম, ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (এসপি) সৈয়দ হারুন অর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) একেএম মনিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ