বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বগুড়া ব্যুরো : অতি সম্প্রতি বগুড়ার সিভিল ও পুলিশ প্রশাসন, বিআরটিএ ও বগুড়া পৌরসভার যৌথ সিদ্ধান্তে বগুড়া পৌর এলাকায় সকল ব্যাটারি চালিত যানবাহন (অটোরিক্সা ও ইজিবাইক), রেজিষ্ট্রেশন বিহীন সিএনজি চালিত সবুজ সিএনজি চলাচল কড়াকড়ি ভাবে বন্ধ করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল বুধবার দুপুরে বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় একজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে শুরু হয় অটো রিক্সা আটক ও ভাঙচুর। শুধু হাতুড়ি ও হ্যামার দিয়েই নয় রীতিমত বুলডোজার এনে ভাঙা রিক্সাগুলোকে বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয়া হয়। সিনেমার শ্যুটিং এর মতই এই রিক্সা আটক ও ভাঙচুরের ঘটনা দেখতে ঘটনাস্থলে ভীড় জমায় শত শত উৎসুক মানুষ। আর যাদের রিক্সা ভাংচুর করে গুঁড়িয়ে দেয়া হয় তারা ভেঙ্গে পড়ে কান্নায়। কাঁদতে কাঁদতে রিক্সাচালকরা জানায়, “এখন কি কর্যা খামু, কি দিয়া শোধ করমু কিস্তি! কাঁদতে কাঁদতে অনেকেই অসুস্থ্যও হয়ে পড়ে।” আর্তনাদ করে তারা বলে, ‘‘অরা ১০/১২ তলা অবৈধ বিল্ডিং ভাংবার পারে না, খালি জুলুম এই গরীবের উপর, যত বাহাদুরি এই গরীবের সাথেই।’’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।