বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাজিম বকাউল, ফরিদপুর থেকে : ফরিদপুরে সাম্প্রতিক র্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের উদ্যোগে মাদক বিরোধী অভিযান অব্যহত রয়েছে। বেশ কিছু মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও আড়ালে রয়ে গেছে মাদক নিয়ন্ত্রণকারী গড ফাদাররা। প্রতিদিন গড়ে ফরিদপুরে কোটি টাকার মাদক খুচরা ও পাইকারী বিক্রি হয়ে থাকে। মাদক ব্যবসায়ীদের জন্য ফরিদপুর জেলার ৯টি উপজেলাই নিরাপদ স্থান। সাম্প্রতিক মাদক স¤্রাট পাভেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কোতয়ালী থানা পুলিশ। তবে পাভেল গ্রেপ্তার হয়ে যেসকল মাদক ব্যবসায়ী ও গড ফাদারদের নাম বলেছে তাদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। মাদক ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ফরিদপুর শহরের পাভেল, নগরকান্দা উপজেলার চাঁদহাট বাজার এলাকার ফাইকুল, ডা: আবু বক্কর, জনি, সোহাগ, বিষু ও পলাশ প্রমুখ, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নবাসী জামাল, ও সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গজারিয়া এলাকার জামাল-২, মধুখালী উপজেলার আলমগীর অন্যতম ব্যবসায়ী বলে জানা যায়। তবে ৯টি উপজেলাই এই মাদক বিক্রয় চক্রটি অবস্থান করছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি দলের কিছু প্রভাবশালী নেতাদের সহযোগিতায় ফরিদপুরে মাদক ব্যবসায়ীরা মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আমরা গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালালেই ওই প্রভাবশালী মহলটি আমাদের বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে থাকে। অনেক নেতারা চাকরি থেকে চিরবিদায় করারও হুমকি দেন। ৯টি উপজেলার এমন কোনো উপজেলা নেই যেখানে মাদক বিক্রি হয় না। অপরদিকে গ্রেপ্তার হওয়া মাদক ব্যবসায়ী পাভেলের স্বীকারোক্তি অনুযায়ী মাদক ব্যবসায়ী ও গড ফাদারদের গ্রেপ্তার না করায় শহরে আতংকের সৃষ্টি হয়েছে। ফরিদপুরের সুধী সমাজের লোকেরা জানান, মাদক নিয়ন্ত্রণ সম্ভব না হলে আমরা ঘর হতে রাস্তায় বের হতে পারব না। তারা আরো জানান, মাদক ব্যবসায়ীদের অতি দ্রæত গ্রেপ্তার করা হোক। কিছু কিছু প্রভাবশালী নেতারা মাদক বিরোধী বক্তব্য দিয়ে থাকলেও ওই সকল বক্তারাই মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।